ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
খানখানাপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ফার্মেসী-ডিমের দোকানীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-২৭ ০২:২৩:১৮

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে দুই ফার্মেসী ও একটি ডিমের দোকানীকে সাড়ে ৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, গতকাল ২৬শে সেপ্টেম্বর খানখানাপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান চালানো হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে মেসার্স অনিমা মেডিকেল হলকে ২হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স পার্টনার ফার্মেসীকে ২হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন করার অপরাধে এফএন ডিম ভান্ডারকে ৫শত টাকা জরিমানা করা হয়।
 এছাড়াও এসব বিষয়ে বাজারের ব্যবসায়ীদের সচেতন ও সর্তক করা হয়।

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ