ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
উড়াকান্দায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-১০ ০৩:৩৩:৩২

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৯ই অক্টোবর বিকালে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত‘ উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে পদ্মা নদীর পাড়ে উড়াকান্দা রিসোর্ট চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
 ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়’ আগামী ১২ই অক্টোবর হতে ২রা নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন ও বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন বক্তব্য দেন।
 সভায় রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজিব স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী মৎস্যজীবীদের শপথ বাক্য পাঠ করান। সচেতনতামূলক সভা সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল।

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ