ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
  • মহসিন মৃধা
  • ২০২৩-১২-০৫ ১৩:২৫:৪০

বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে গতকাল ৫ই ডিসেম্বর বিকাল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সমানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৮দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখা।

 বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখা সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিক হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি বাসুদেব মন্ডল, দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল রবিদাস, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও জেলা মৎস্যজীবী সংগঠনের সভাপতি সচীন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন। মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার দাস। 

 মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবীগুলো হলো- জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমির বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে, সরকারী বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তির কোটা প্রবর্তন করতে হবে, সকল ধরণের সরকারী চাকরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমান বৃদ্ধি করতে হবে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ