ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ী-২ আসনের কালুখালীতে নৌকার প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষে উঠান বৈঠক
  • ফজলুল হক
  • ২০২৪-০১-০১ ১৩:৫৪:০২

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১লা জানুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 রতনদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ এ উঠান বৈঠক অনুষ্ঠানের আয়োজন করে। 

 উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল। 

 এ সময় তিনি বলেন, এ দেশের উন্নয়নে আপনারা নৌকায় ভোট দিতে অবশ্যই ভুল করবেন না। কারণ নৌকা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার আপনার সাধারণ মানুষের প্রতীক নৌকায় সবাই ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে বিজয় করবো। আমাদের সকলের এক হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে সকলকেই ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বিশেষ করে যে মানুষটি বিগত দিন আপনাদের বিপদে আপদে পাশে ছিলো, আপনারা তাকেই ভোট দিবেন। রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের কোন বিকল্প নেই, জিল্লুল হাকিম মানে উন্নয়ন, জিল্লুল হাকিম মানে সাধারণ মানুষের আস্থার আশ্রয় স্থল।

 তাই আপনারা আগামী ৭ই জানুয়ারী নৌকার প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবেন।

 উঠান বৈঠকে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাই রাব্বি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা বেগম, ব্যারিস্টার রমজান আলী খান, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মবি চৌধুরী, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল আলী মোল্লা বক্তব্য রাখেন।

 এ সময় পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ সরদার, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তন্ময় চক্রবর্তী সম্ভু, সাধারণ সম্পাদক নির্মল কুমার শাহা, সিরাজুল ইসলাম জিন্নাহ, উপজেলা যুবলীগের সদস্য মোঃ সেলিম-উর-রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন, সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল, ইউপি যুবলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 বৈঠকে সভাপতিত্ব করেন রতনদিয়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী ও সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম শাহ আজিজ। 

 
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ