ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৩-২৮ ১৫:৪৩:৪১

বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ রুমে গতকাল ২৮শে মার্চ সকালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। 
 এ সময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মানোবেন্দ্র মজুমদার ও কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 জানা গেছে, ২০২৩/২৪ অর্থ বছরে খরিপ -১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় পাট বীজ বিতরণ সহায়তা ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও ৩৫০ জনের মধ্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ