করোনা ও আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনা সদস্যদের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবতার মহান ব্রত নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন এলাকার করোনায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের রেশনের অংশ দিয়ে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, নিয়মিত টহল, গণপরিবহন মনিটরিং, স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা, প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরণসহ নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।
অন্যদিকে আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ মেরামতের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে নেয়ার পাশাপাশি পানিবন্দী মানুষদের খাদ্য সহায়তা, ঘর-বাড়ী মেরামত করে দেয়া, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।