ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে দ্বিতীয় দফার টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত
  • নিউইয়র্ক প্রতিনিধি
  • ২০২১-১০-০৪ ১৪:৪২:৩১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে দ্বিতীয় দফার ফ্লু/ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 
   গত ৩রা অক্টোবর নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের ২য় তলায় হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের অফিসে এই টিকাদান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যয় এবারও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট ম্যারী লিম ও ফার্মাসী টেকনিশিয়ান হাসিনা আক্তার স্বাস্থ্য বিধি মেনে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করেন। 
   হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ও বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক্ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান আলীর সভাপতিত্বে টিকাদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১ নং সদস্য মিসেস শাহানারা রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজামুল জিতু, আসন্ন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, সহ-সভাপতি জাহানারা আলী, সাপ্তাহিক বাঙ্গালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএ নিউজ অনলাইন ডট কম এর সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, প্রবাস নিউজ ডট কম ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শামীম আহমেদ, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার রিপোর্টার নাসরাত চৌধুরী, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, কোষাধ্যক্ষ সুশান্ত দে, যুবলীগের হুদয় মিয়া, বক্কর মিয়া, সামিহা আলী, রাইসা আলী, জুনান নাশিদ সানি, শামসুন্নাহা আলো, আবির রহমানসহ হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের  সদস্যগণ উপস্থিত ছিলেন।  
   প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, মানবতার সেবায় মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশন গত ৯ বছর ধরে এই টিকাদান কর্মসূচী পরিচালনা করছে। তিনি এই মহৎ কর্মসূচীর ভূয়সি প্রশংসা করেন এবং এটি নিঃস্বার্থ মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। 
   হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি সোলায়মান আলী বলেন, প্রতি বছর উত্তর আমেরিকার হাজার হাজার মানুষ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এর প্রেক্ষিতে ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের এই মহতী উদ্যোগ। টিকাদান কার্যক্রম সাফল্যজনকভাবে সুসম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ