ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ীতে পবিত্র সিরাতুন্নবী(সাঃ) শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-২৮ ১৪:০৭:৫০

রাজবাড়ী জেলা ইমাম কমিটির আয়োজনে পবিত্র সিরাতুন্নবী(সাঃ) শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৮শে ডিসেম্বর বাদ আসর রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন আব্বাসীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ্ ইব্রাহীম, বিশেষ আলোচক হিসেবে ফরিদপুরের চরকমলাপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম ও ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনিরসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ পবিত্র সিরাতুন্নবী(সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য এবং মহানবী(সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে (১২ই রবিউল আউয়াল) ইন্তেকাল করেন। এ জন্য তার জন্ম ও ওফাতের দিবসকে পবিত্র সিরাতুন্নবী(মিলাদুন্নবী) হিসেবে পালন করা হয়। তার আদর্শ সকলের জন্য অনুসরণীয়।   

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ