ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
পুলিশ হওয়ার স্বপ্নযাত্রার শেষ ধাপে প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছে রাজবাড়ীতে নিয়োগ পাওয়া ২২জন
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২১-১২-৩০ ১৪:৪৪:১৯

পুলিশ হওয়ার স্বপ্নযাত্রার শেষ ধাপে রাজশাহীর সারদার পুলিশ একাডেমীতে প্রশিক্ষণ নিতে যাচ্ছে রাজবাড়ীতে সদ্য নিয়োগ পাওয়া ২২জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল। 

  গতকাল ৩০শে ডিসেম্বর সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে ফুল দিয়ে তাদেরকে বিদায় জানানো হয়। জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ মাঈন উদ্দিন চৌধুরী তাদেরকে বিদায় জানান। নিয়োগপ্রাপ্ত ২২জন পুলিশ কনস্টেবলের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। 

  জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য মোট ৬৬১ জন চাকরী প্রার্থী পুলিশ লাইন্সের প্রাথমিক যাচাই-বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে ১৪১ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। তারপর সেখান থেকে ৪০ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে ২২ জনকে নির্বাচিত করা হয়। 

  এ ব্যাপারে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, সারা দেশে এবার নতুন নিয়মে পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা স্বচ্ছতার সাথে রাজবাড়ীতে ২২জনকে নিয়োগ দিয়েছি। তারা পুলিশ হওয়ার স্বপ্নযাত্রার শেষ ধাপে রাজশাহীতে যাচ্ছে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে এসবিতে বদলি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপারের বাণী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছ বাণী
সর্বশেষ সংবাদ